Jie Zheng - Latest News on Jie Zheng| Breaking News in Bengali on 24ghanta.com
রজততম ফাইনালে হীরক পদক সানিয়ার

রজততম ফাইনালে হীরক পদক সানিয়ার

Last Updated: Sunday, August 25, 2013, 12:47

ইউএস ওপেনের আগে দুরন্ত ছন্দে সানিয়া মির্জা। ডব্লুটিএ নিউ হাভেন ওপেনের ডাবলসে চিনের ঝি ঝাংকে সঙ্গী করে চ্যাম্পিয়ন হলেন সানিয়া। সানিয়ার কাছে এই জয়ের তাত্‍পর্যটা কিছুটা আলাদা। কারণ এটাই ছিল তাঁর ডাবলস কেরিয়ারে ২৫ তম ফাইনাল ম্যাচ। সেই রজত জয়ন্তীর ম্যাচে হীরক পদক জিতলেন ভারতের কন্যে- পাকিস্তানের গিন্নি।