Joel Mainland - Latest News on Joel Mainland| Breaking News in Bengali on 24ghanta.com
দু`জন ব্যক্তির ক্ষেত্রে বদলে যায় একই গন্ধের অনুভূতি

দু`জন ব্যক্তির ক্ষেত্রে বদলে যায় একই গন্ধের অনুভূতি

Last Updated: Monday, December 9, 2013, 22:41

সুকুমার রায়ের `গন্ধ বিচার` কবিতাটা মনে আছে তো? মন্ত্রীর জামার দুর্গন্ধে যখন বাকিদের পালাই পালাই অবস্থা, বৃদ্ধ উজির তখন দিব্যি মন্ত্রীর জামায় নাক ঠেকিয়ে তার গন্ধ শুঁকলেন। অক্কা পাওয়ার বদলে তার তেজ নিয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিল। এতদিন পর বোধহয় উজিরের সেই ক্ষমতার কারণ আবিষ্কার হল। কারণ আর কিছুই নয় আপনার ঘ্রাণ নেওয়ার ক্ষমতা যুক্ত রিসেপটরের ৩০% আপনার পাশের বন্ধুটির থেকে একেবারে আলাদা। তাই যে ঘ্রাণ আপনার মস্তিষ্কের ভাল বা খারাপ গন্ধের অনুভূতি যোগায় আপনার পাশের ব্যক্তিটির কাছে তার প্রভাব একেবারে ভিন্ন হতেই পারে।