Last Updated: Wednesday, November 6, 2013, 19:09
এবার থেকে ওয়াঘা সীমান্তের মত সকাল-বিকাল যৌথ কুচকাওয়াজ হবে বনগাঁ সীমান্তেও। তবে একটু অন্যরকম। ওয়াঘার মত সেখানে থাকবে না চোখরাঙানি আর রেষারেষি। বরং থাকবে দু দেশের মধ্যে সৌহার্দের বার্তা। বুধবার আনুষ্ঠানিক সূচনা হল যৌথ কুচকাওয়াজের।