Last Updated: Wednesday, April 4, 2012, 15:40
দেড় মাসের মধ্যেই `কৃতকর্মের পুরস্কার` পেলেন দময়ন্তী সেন। পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর `লাইন`-এর বাইরে হাঁটার দুঃসাহস দেখানোয় কলকাতা পুলিসের গোয়েন্দাপ্রধানের পদ থেকে সরিয়ে বারাকপুরের পুলিস ট্রেনিং স্কুলের ডিআইজি পদে বদলি করা হল তাঁকে। তাঁর বদলে নতুন জয়েন্ট কমিশনার (ক্রাইম) হলেন পল্লব ঘোষ।