Last Updated: Wednesday, September 11, 2013, 10:32
সংসদীয় বিতর্কে মারামারি, হাতাহাতি নতুন ঘটনা নয়। বিশ্বের বহু পার্লিয়ামেন্টেই সাংসদদের অসংসদীয় কাজকর্মের নজির রয়েছে। কিন্তু, সবাইকে ছাপিয়ে গেল জর্ডনের পার্লামেন্ট। মাথাগরম করে সংসদভবনেই AK-47 সেভেন রাইফেল থেকে গুলি চালিয়ে বসলেন এক সাংসদ।