Last Updated: Saturday, April 19, 2014, 20:38
গতকাল বীরভূমে সভা করতে গিয়ে এই কেন্দ্রের বিজেপি প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজনীতির গণ্ডি পেরিয়ে এই ব্যক্তিগত আক্রমণকে মেনে নিতে পারছে না জয় ব্যানার্জির পরিবার। ব্যক্তি আক্রমণ পছন্দ করেন না বলে জানিয়েছেন প্রার্থী জয় ব্যানার্জি ও তাঁর স্ত্রী। মুখ্যমন্ত্রীর মন্তব্যে আঘাত পেয়েছেন জয় ব্যানার্জির বাবা। ফের ব্যক্তিগত আক্রমণ মুখ্যমন্ত্রীর। এবার নিশানায় বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় ব্যানার্জি। শুক্রবার সিউড়িতে এক জনসভায় নাম না করেই বিজেপি প্রার্থী জয় ব্যানার্জির কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।