Joy Saha - Latest News on Joy Saha| Breaking News in Bengali on 24ghanta.com
অবশেষে পুলিসের নাগালে অটোচালক, ধৃত অভিযোগকারীও

অবশেষে পুলিসের নাগালে অটোচালক, ধৃত অভিযোগকারীও

Last Updated: Saturday, December 1, 2012, 14:02

দমদম অটোকাণ্ডে ধৃত ৩। অভিযোগকারী সহ অভিযুক্ত অটোচালক বিজু সাহাকে গ্রেফতার করে দমদম থানার পুলিস। বিজু সাহার আরও এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এদিন সকালে আবারও অটোর দৌরাত্মের সাক্ষী থাকল শহর। অবশ্য অশ্রাব্য কটুক্তিতেই থেমে থাকেনি আজকের ঘটনা। চালকের অভব্য ব্যবহারের পর রাজনৈতিক কার্যালয়ের সামনে স্থানীয় নেতাদের সামনেই যাত্রীকে ক্ষুর চালানোর অভিযোগও ওঠে।