Joy Tudu - Latest News on Joy Tudu| Breaking News in Bengali on 24ghanta.com
মগরাহাট কাণ্ডে সরিয়ে দেওয়া হল এসডিপিওকে

মগরাহাট কাণ্ডে সরিয়ে দেওয়া হল এসডিপিওকে

Last Updated: Wednesday, December 7, 2011, 11:57

মগরাহাট কাণ্ডে সরানো হল ডায়মণ্ড হারবার মহকুমার এসডিপিও জয় টুডুকে। পুলিস মহল সূত্রে জানা গেছে, সম্ভবত তাঁকে ডিএসপি ট্রাফিকে বদলি করা হবে। এর আগেই সরানো হয় মগরাহাট থানার ওসিকে।