Last Updated: Wednesday, June 4, 2014, 21:45
সেক্সিয়েস্ট প্লেয়ার, লেগি ল্যাস এগুলো শুনতে তিনি অভ্যস্ত। তবে টি ব্যাগের সঙ্গে বোধহয় এতদিন কেউ তুলনা করেনি এই মুহূর্তে টেনিস সার্কিটের মোস্ট স্টাইলিশ প্লেয়ারকে। ফরাসী ওপেনের কোয়ার্টার ফাইনালে মারিয়া শারাপোভার খেলা দেখে টুইটারে তাঁকে টি ব্যাগের সঙ্গে তুলনা করলেন অ্যান্ডি মারের মা জুডি মারে।