Junior Doctor - Latest News on Junior Doctor| Breaking News in Bengali on 24ghanta.com
এবার ধর্ষণ বাঁকুড়া হাসপাতালে, অভিযুক্ত জুনিয়র ডাক্তার

এবার ধর্ষণ বাঁকুড়া হাসপাতালে, অভিযুক্ত জুনিয়র ডাক্তার

Last Updated: Wednesday, February 29, 2012, 12:15

বাঁকুড়া মেডিক্যাল কলেজে ধর্ষণের ঘটনায় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হল রোগিণীর পোশাক এবং বিছানার চাদর। সোমবার রাতে শারীরিক পরীক্ষার নামে মূক ও বধির ওই রোগিণীকে হাসপাতালের `ফিমেল মেডিসিন ওয়ার্ড`-এর মধ্যই ধর্ষণ করা হয়েছে বলে এক জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করেন তাঁর বাবা।