Last Updated: Monday, February 10, 2014, 16:10
দিনকাল ভাল নয়। ভবিষ্যতের চিন্তা আগে ভাগেই করে রাখেন বুদ্ধিমানেরা। ভবিষ্যতের অর্থচিন্তা যদি কেউ করতে পারেন তবে ভবিষ্যতের প্রেমজনিত চিন্তা কেন করা যাবে না? সেই কাজটিই করে রাখল দুই বুদ্ধিমতী মার্কিনি পুঁচকি। ভবিষ্যতে তাদের বয়ফ্রেন্ড হতে গেলে কী কী নিয়ম মেনে চলতে হবে সেই রকম ৩০টি নিয়মের তালিকা বানাল তারা। ছয় বছরের ব্লারি পপ তারকা জাস্টিন বাইবারকেই ভবিষ্যতের বয়ফ্রেন্ড হিসাবে দেখতে চায়। অন্যদিকে, নয় বছরের ব্রুক হয়ত বা বয়সজনিত কারণেই আরও কিছুটা প্রাজ্ঞ। জাস্টিন যেহেতু হামেশাই ঝামেলায় জড়িয়ে থাকেন তাই ব্রুকের পছন্দের তালিকায় ঠাঁই হয়েনি তাঁর।