Juvenile criminal - Latest News on Juvenile criminal| Breaking News in Bengali on 24ghanta.com
খুন বা গণধর্ষণের মত অপরাধে জড়িত নাবালকদের প্রাপ্তবয়স্কদের মত শাস্তি প্রদানে এগোল দেশ

খুন বা গণধর্ষণের মত অপরাধে জড়িত নাবালকদের প্রাপ্তবয়স্কদের মত শাস্তি প্রদানে এগোল দেশ

Last Updated: Saturday, September 21, 2013, 15:28

দিল্লি গণধর্ষণে এক নাবালকের ভূমিকা এবং নৃশংসতা প্রকাশ্যে আসার পর সাবালকত্বের বয়সসীমা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল দেশ জুড়ে। তারপরে মুম্বই থেকে গুয়াহাটি, একেরপর এক গণধর্ষণ, খুনে নাবালকদের ক্রমবর্ধমান যুক্ত থাকার ঘটনা সে বিতর্ককে বারবার উস্কে দিয়েছে। প্রাথমিক ভাবে সংসদে বাতিল হয়ে যায় সাবালকত্বের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করে দেওয়ার দাবি। কিন্তু বর্তমান সমাজে নাবালকত্বের নৃশংস অপরাধে জড়িত থাকার ঘটনার পরে কেন্দ্রীয় সরকার নতুনভাবে এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দিকে এক কদম এগোল। ১৬ থেকে ১৮ বছরের মধ্যে থাকা কোনও নাবালক যদি খুন বা গণধর্ষণের মত নৃশংস ঘটনার সঙ্গে জড়িত থাকে ভারতীয় পিনালকোডে সম্ভবত এ বার থেকে তার অপরাধ প্রাপ্তবয়স্কদের সমান অপরাধ হিসাবেই গণ্য হবে।