Last Updated: Tuesday, September 24, 2013, 22:48
রেলের টাকায় চলছে কামদুনি প্রতিবাদী মঞ্চের আন্দোলন! কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর নাম না করে আজ এই অভিযোগ করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি অভিযোগ তুলেছেন কামদুনির বাসিন্দা মৌসুমী কয়ালের বিরুদ্ধেও। একটি টিভি চ্যানেলের কাছ থেকে মৌসুমী কয়াল ২৫ হাজার টাকা পেয়েছেন বলেও দাবি করেন খাদ্যমন্ত্রী। কামদুনির বাসিন্দারা চাইলে দুর্গাপুজোর জন্য তিনি স্পনসরের ব্যবস্থা করে দেবেন বলেও আশ্বাস দেন জ্যোতিপ্রিয় মল্লিক।