Last Updated: Sunday, July 15, 2012, 20:40
পিঙ্কি প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগকারিনীর এবার পাল্টা অভিযোগ আনলেন পিঙ্কি। রবিবার বাগুইআটি থানায় গিয়ে অনামিকা আচার্যর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পিঙ্কির অভিযোগ বাড়ি থেকে সোনায় গয়না সহ গুরুত্বপূর্ণ নথি লোপাট হয়েছে।