Last Updated: Saturday, August 31, 2013, 13:20
`কৌন বনেগা ক্রোড়পতি` এবার `কৌন বনেগা সাত ক্রোড়পতি`। হ্যাঁ, এমনই হতে চলেছে। অমিতাভ বচ্চন সঞ্চালিত `কৌন বনেগা ক্রোড়পতি`-র সপ্তম সংস্করণের সব কটা প্রশ্নের সঠিক উত্তর দিলে মিলবে সাত কোটি টাকা। এমন কথাই জানালেন উদ্যোক্তারা। আগামি ৬ সেপ্টেম্বর থেকে সোনি ইন্টারটেনমেন্ট চ্যানেলে শুরু হতে চলেছে কেবিসি-সেভেন।