Kahmeer - Latest News on Kahmeer| Breaking News in Bengali on 24ghanta.com
ভারতে ঢোকার অপেক্ষায় ২১ মহিলা জঙ্গি

ভারতে ঢোকার অপেক্ষায় ২১ মহিলা জঙ্গি

Last Updated: Wednesday, January 4, 2012, 10:47

ভারতে ঢোকার অপেক্ষায় লস্কর-এ-তৈবার ২১জন মহিলা জঙ্গি। পাক অধিকৃত কাশ্মীরের মুজাফ্ফরাবাদে নিয়মিত তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। লক্ষ্য, চলতি বছরেই ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলা চালানো। সেনা গোয়েন্দা সূত্রে সম্প্রতি এই খবর সামনে এসেছে।