Kajal - Latest News on Kajal| Breaking News in Bengali on 24ghanta.com
স্বামী-যশরাজ বিবাদে বিব্রত কাজল

স্বামী-যশরাজ বিবাদে বিব্রত কাজল

Last Updated: Friday, December 7, 2012, 19:06

যশরাজ ফিল্মসের সঙ্গে অজয় দেবগনের বিবাদে বিপাকে পড়েছেন অজয়-ঘরণী। দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের সুবাদে কাজল যশরাজের সবথেকে লক্ষ্মীমন্ত নায়িকা। যিনি আবার জীবনের দ্বিতীয় ইনিংসও শুরু করেছন যশরাজ ফিল্মসের ছবি ফনা দিয়েই। সেই যশরাজের সঙ্গেই ঝামেলা বাধিয়ে বসেছেন স্বামী। ফলে বেজায় বিপাকে পড়েছেন কাজল। তাঁর দাবি, বিবাদের ফলে যশরাজের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক খারাপ হয়ে গেছে।