Last Updated: Thursday, August 16, 2012, 20:53
বলিউডে কাজল এমন এক অভিনেত্রী যিনি আজ অবধি কোনো বিতর্কে জড়াননি। কিন্তু তাঁর এই `ক্লিন ইমেজ`-এর বাইরেও রয়েছে বেশ কিছু `নেগেটিভ` দিক। একদিকে তাঁর কথাবার্তায় যেমন রযেছে হেঁয়ালির প্রবণতা, তেমনই তাঁর মিডিয়ার সঙ্গে সম্পর্কও ততটা মসৃণ নয়।