Last Updated: Wednesday, November 21, 2012, 21:23
জয়ের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের। তবে কোচ বনাম সচিবের মতবিরোধ নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে ধিকিধিকি আগুন। পিয়ারলেসের বিরুদ্ধে ১-০ গোলে জিতল লাল হলুদ শিবির। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রবিন সিংয়ের পা থেকে জয়সূচক গোলটি আসে। কিন্তু গোটা ম্যাচের বাকি সময়ে রবিন সিংয়ের পারফরম্যান্স ছিল অত্যন্ত সাদামাঠা। ম্যাচে লোবোকে কড়া ট্যাকলের পর রবিনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার জন্য লালকার্ড দেখেন পিয়ারলেসের বিদেশি স্যামসাং।