Kamal Sandesh - Latest News on Kamal Sandesh| Breaking News in Bengali on 24ghanta.com
বিজেপি মুখপত্রে সমালোচিত মোদী

বিজেপি মুখপত্রে সমালোচিত মোদী

Last Updated: Friday, June 1, 2012, 14:00

বৃহস্পতিবার নিজের ব্লগ-এ গেরুয়া শিবিরের অন্দরমহলের অন্তর্কলহ স্পষ্ট করে দিয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী। এবার নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা প্রকাশিত হল খোদ বিজেপির মুখপত্রে। ক্ষমতার জন্য তাড়াহুড়ো করতে গিয়ে মোদী দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন বলে অভিযোগ করা হয়েছে বিজেপির মুখপত্র কমল সন্দেশে।