Last Updated: Friday, August 31, 2012, 14:52
শিবসেনার কামলাকর জামসনদেকার হত্যাকাণ্ডে প্রত্যাশিত ভাবেই অরুণ গাউলি সহ ১০জন কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল এমসিওসিএ কোর্ট। চার বছর আগে ৩০ লক্ষ টাকার বিনিময়ে এই শিবসেনার সদস্যকে খুন করে গাউলি। যাবজ্জীবনের সঙ্গেই গাউলির সাত লক্ষ টাকার জরিমানাও ধার্য করেছে আদালত। অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ আরও বাড়বে বলেও রায় দেওয়া হয়েছে। মুম্বইয়ের বিশেষ এমসিওসিএ আদালতের বিচারপতি পৃথ্বীরাজ চৌহান এই নির্দেশ দেন।