Last Updated: Saturday, December 28, 2013, 23:16
জলপাইগুড়ি বিস্ফোরণের পর আবার সামনের সারিতে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন ওরফে কেএলও। কেএলওর - কলকাতা কানেকশনের হদিশ পেলেন গোয়েন্দারা। হুমকি এসএমএস ছড়িয়ে টাকা আদায় করা হত কলকাতার বন্দর এলাকার মাটি ব্যবহার করে।গত ছমাস ধরে ডুয়ার্সের বিভিন্ন চিকিতসক, ব্যবসায়ী, চা বাগান মালিকদের কাছে পাঠানো হচ্ছে হুমকি এসএমএস।