Last Updated: Monday, February 20, 2012, 15:13
ফের পুলিস স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটল আফগানিস্তানে। সোমবার দক্ষিণ কান্দাহারে পুলিস স্টেশনে এই বিস্ফোরণে কমপক্ষে ১ জন পুলিসকর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া ২ জন পুলিসকর্মী ও ২ জন সাধারণ নাগরিক-সহ আহতের সংখ্যা ৪।