Last Updated: Saturday, May 10, 2014, 22:57
বেড়াতে গিয়ে কংসাবতীতে ডুবে মৃত্যু হল কলকাতার আশুতোষ কলেজের দুই ছাত্রের। মৃত তন্ময় প্রামাণিক এবং অতনু রাজবংশী যথাক্রমে ভূগোল ও ইংরেজি অনার্সের প্রথম বর্ষের ছাত্র। দুজনেরই বাড়ি খড়দহে। তাঁরা বেড়াতে গিয়েছিলেন খড়গপুর। সেখান থেকে গতকাল কংসাবতীতে স্নান করতে যান।