Last Updated: Tuesday, April 17, 2012, 18:24
কারগিল যুদ্ধের বীর সেনানীদের জন্য তৈরি আদর্শ আবাসনের জমির মালিকানা আদতে ছিল মহারাষ্ট্র সরকারের হাতে। শনিবার মহারাষ্ট্র বিধানসভায় পেশ করা বিচারবিভাগীয় কমিশনের তদন্ত রিপোর্টে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল এ কথা। দুই অবসরপ্রাপ্ত বিচারপতি জে এ পাতিল এবং পি সুব্রহ্ম্যণমকে নিয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে মোট ১৩টি বিষয়ের উল্লেখ রয়েছে।