Last Updated: Sunday, November 17, 2013, 18:53
এক মহিলার ওপর দিনরাত নজরদারি। কী করছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন, সব। আর এই সবটাই করেছে গুজরাত পুলিস। না, ওই মহিলার কোনও ক্রিমিনাল রেকর্ড নেই। অভিযোগ, গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ মন্ত্রী অমিত শাহের নির্দেশেই চলেছে এই নজরদারি।