Last Updated: Sunday, October 16, 2011, 11:39
জমি কেলঙ্কারির অভিযোগে ধৃত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার জামিনের আবেদন সংক্রান্ত শুনানি স্থগিত রাখল কর্নাটক হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি বিভি পিন্টো বিজেপির লিঙ্গায়েত নেতার অন্তর্বর্তী ও স্থায়ী জামিন সংক্রান্ত দুটি আবেদনের শুনানি ২০ অক্টোবর পর্যন্ত পিছিযে দেওয়ার নির্দেশ দেন।