Last Updated: Saturday, February 2, 2013, 15:29
পৃথক তেলেঙ্গানা হলে পৃথক গোর্খাল্যান্ডও করতে হবে। নাহলে জিটিএ ছেড়ে ফের আন্দোলনে নামবে গোর্খা জনমুক্তি মোর্চা। আজ বিজেপি নেত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকের পর এমনই হুঁশিয়ারি দিলেন মোর্চা নেতারা। তাঁদের মতে এক সমস্যার পৃথক সমাধান কখনই সম্ভব নয়। বৈঠকের পর মোর্চা নেতা হরকা বাহাদুর ছেত্রী জানান তাঁদের নেতা রোশন গিরি সুষমা স্বরাজের হাতে স্মারকলিপি তুলে দেন। তিনি এও বলেন, "মোর্চার আন্দোলনকে বিজেপি সমর্থন করবে কিনা সেই নিয়ে নেত্রী স্থানীয় সাংসদ জসবন্ত সিং-এর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন।