Last Updated: Thursday, January 9, 2014, 17:50
`টাইটানিক` সিনেমায় `রোজ`-এর ভালবাসার কথা মনে আছে! সুখ-স্বাচ্ছন্দ্য এমনকি জীবনকেও বাজি রেখে গরীব জ্যাকের কাছে ছুটে গিয়েছিলেন রোজ। `টাইটানিক` ডুবির সময় জ্যাককে ছেড়ে অনায়াসে বোটে চড়ে বেঁচে যেতে পারতেন রোজ। কিন্তু না, ভালবাসার জন্য মৃত্যুকে বরণ করতে প্রস্তুত ছিলেন রোজ। গোটা বিশ্বের প্রায় সব সিনেমাপ্রেমীরই জানা আছে রোজের চরিত্রে অভিনয় করেছিলেন কেট উইন্সলেট।