Last Updated: Thursday, June 12, 2014, 22:03
নাম রাজেন দে। ১১ বছরের ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিনি অংশ নিয়েছিলেন হোয়াইট হাউজে মিশেল ওবামা আয়োজিত `হেলদি লাঞ্চটাইম চ্যালেঞ্জ`-এ। আর সেখানেই কাঠি রোল বানিয়ে সকলকে চমকে দিয়েছেন নর্থ ক্যারোলিনার বাসিন্দা রাজেন।