Last Updated: Monday, March 24, 2014, 22:44
লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকাও প্রকাশিত। এঅবস্থায় সময় নষ্ট না করে, প্রচারে ব্যস্ত প্রার্থীরা। যাঁরা এতদিন সেভাবে প্রচারের ময়দানে নামেন নি, তাঁরাও রবিবার থেকে জোরকমদমে শুরু করে দিলেন প্রচার। যারমধ্যে অন্যতম, বসিরহাট লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কাজী আবদুর রহিম।