Kedarnath town - Latest News on Kedarnath town| Breaking News in Bengali on 24ghanta.com
নতুন করে বিজ্ঞানসম্মত ভাবে সাজিয়ে তোলা হবে কেদারনাথকে

নতুন করে বিজ্ঞানসম্মত ভাবে সাজিয়ে তোলা হবে কেদারনাথকে

Last Updated: Saturday, June 29, 2013, 17:32

উত্তরাখণ্ডের বন্যায় মন্দিরনগরী কেদারনাথ এখন ধ্বংসস্তূপ। নতুন করে বিজ্ঞানসম্মত ভাবে গড়ে তোলা হবে কেদারনাথকে। ব্যবহার করা হবে নতুন প্রযুক্তি। একটি দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে আজ এই কথাই জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণা।