Last Updated: Monday, October 7, 2013, 18:18
ছয় ঘণ্টা লেটে হরিদ্বার স্টেশনে পৌঁছল স্পেশাল ট্রেনটি। স্পেশালই বটে। কারণ স্টেশনের আউটারেই দাঁড়িয়ে রইল দেড়ঘণ্টা। স্পেশাল অভ্যর্থনা বলে কথা! স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা খারাপ হওয়ায় আগের স্টেশনে অতি প্রাচীন পদ্ধতিতে পাশের লাইন দিয়ে ট্রেন পাস করানোও দেখেছি। আগের দিন দুপুরে হাওড়া থেকে যাত্রা করেছিলাম পাঁচ জন। ডানকুনি পৌঁছতেই থমকে গেল ট্রেন। কারণ ইঞ্জিন বিকল। হাওড়া থেকে নতুন ইঞ্জিন এনে ফের যাত্রা শুরু। মে মাসের দুপুরে বাইরে তখন আগুন জ্বলছে। স্পেশাল ট্রেন কোন স্টেশনে থামবে তার কোনও ঠিক নেই। ফলে পরদিন স্টেশন থেকে খাবার-দাবারও ঠিকঠাক পাইনি। তার ওপর জল নেই সকাল থেকেই। দুপুরে এক গ্রামের মধ্যে ট্রেন দাঁড়িয়ে দীর্ঘক্ষণ। রোদ ঝলসানো মাঠের পাশে ছোট্ট কুঁড়ে ঘর। চোখে পড়ল কুয়ো থেকে জল তুলে স্নানে ব্যস্ত গৃহকর্তা। ট্রেন থেকে নেমে দলের চারজন সেই গৃতকর্তার বদান্যতায় কিছুটা গা ভেজালাম।