Kenya terror attack - Latest News on Kenya terror attack| Breaking News in Bengali on 24ghanta.com
কেনিয়ার শপিং মলে এখনও চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই, পণবন্দিদের খুনের হুমকি

কেনিয়ার শপিং মলে এখনও চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই, পণবন্দিদের খুনের হুমকি

Last Updated: Monday, September 23, 2013, 09:25

নাইরোবি কাণ্ডে আরও জটিল হল পরিস্থিতি। আটক পণবন্দিদের খুন করার হুমকি দিল আল শাহবাব। কিন্তু, কতজন পণবন্দি এখনও আটকে রয়েছেন, সে ব্যাপারে কোনও স্পষ্ট তথ্যই দিতে পারছে না কেনিয়া প্রশাসন। গতকাল থেকে তিনবার দেওয়া  বিবৃতিতে সব পণবন্দিকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে তারা. কিন্তু, শাহবাবের সাম্প্রতিক হুমকির জেরে সম্পূর্ণ বদলে গেল পরিস্থিতি।