Last Updated: Sunday, December 8, 2013, 22:37
জামিন পেলেও এখনও তাঁর বিরুদ্ধে চলা মামলা প্রত্যাহার হয়নি। হাতে কাজ নেই। কীটনাশক ছড়ানোর যন্ত্রটিও বাজেয়াপ্ত করেছে পুলিস। মহাকরণে কেরোসিনকাণ্ডে অভিযুক্ত জ্যোতির্ময় নন্দীর স্মৃতিতে ভিড় করে আছে লকআপের দিনগুলির দুর্বিষহ স্মৃতি। আগামীদিনে কীভাবে পরিবারের সদস্যদের অন্নসংস্থান করবেন তা ভেবেই কুল কিনারা পাচ্ছেন না জ্যোতির্ময়।