Kevin Pietersen i - Latest News on Kevin Pietersen i| Breaking News in Bengali on 24ghanta.com
নির্বাসন কাটিয়ে ভারতীয় সফরে আসছেন পিটারসেন

নির্বাসন কাটিয়ে ভারতীয় সফরে আসছেন পিটারসেন

Last Updated: Thursday, October 18, 2012, 20:51

অবশেষে কেভিন পিটারসেনকে দলে ফিরিয়ে নিল ইংল্যান্ড। শৃঙ্খলাভঙ্গের দায়ে এই তারকা ব্যাটসম্যানকে নির্বাসনে পাঠিয়েছিল ইসিবি। কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর এবং পিটারসেন ক্ষমা চেয়ে নেওয়ায় দুপক্ষের সম্পর্কের বরফ গলতে শুরু করেছিল। ভারতের মত কঠিন সফরে খেলতে আসার আগে তাই পিটারসেনকে বাদ দেওয়ার ঝুঁকিটা নিতে রাজি হল না ইংল্যান্ড।