Last Updated: Thursday, January 30, 2014, 22:23
মাতৃত্বের স্বীকৃতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক মহিলা। হুগলির পাণ্ডুয়ার বাসিন্দা কেয়া মজুমদারের অভিযোগ, তিনি ভালবেসে এক যুবককে বিয়ে করেছিলেন। কিন্তু তাঁর পরিবার সেই বিয়ে মেনে নেয়নি। তাই সন্তান জন্ম নেওয়ার পর তাকে মৃত বলে জানিয়েছিলেন তাঁরই বাবা। কিন্তু ১৭ বছর পর কেয়া বুঝতে পারেন, বাবার ঘোষণা করা মৃত সন্তান বেঁচে রয়েছে। সেই সন্তানকে ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।