Khaled Chowdhury - Latest News on Khaled Chowdhury| Breaking News in Bengali on 24ghanta.com
চলে গেলেন বাংলা থিয়েটারের মঞ্চস্থাপত্যের নিরলস কারিগর খালেদ চৌধুরি

চলে গেলেন বাংলা থিয়েটারের মঞ্চস্থাপত্যের নিরলস কারিগর খালেদ চৌধুরি

Last Updated: Wednesday, April 30, 2014, 19:03

চলে গেলেন বাংলা থিয়েটারের এক লড়াকু যোদ্ধা। মঞ্চস্থাপত্যের নিরলস কারিগর। থিয়েটার মহলের সবার প্রিয় খালেদ চৌধুরী। বয়স হয়েছিল চুরানব্বই। শেষ ইচ্ছেটাও ছিল তাঁর মতোই সহজ,সরল, অনাড়ম্বর।