Khalid Jamil - Latest News on Khalid Jamil| Breaking News in Bengali on 24ghanta.com
মরগ্যানদের গালিগালাজ করে বিতর্কে খালিদ

মরগ্যানদের গালিগালাজ করে বিতর্কে খালিদ

Last Updated: Sunday, January 13, 2013, 23:04

বিতর্কে জড়ালেন মুম্বই এফ সি কোচ খালিদ জামিল। ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মরগ্যান আর গোলদাতা চিড্ডিকে গালিগালাজের অভিযোগ উঠল মুম্বই এফ সি কোচের বিরুদ্ধে। মুম্বই এফ সি কোচ পাল্টা অভিযোগ করেন যে,আয়োজকদের পরিকল্পনার অভাবে খেলা শুরু করার কিছুক্ষণ আগে মাঠে পৌঁছন তারা। তাদের হোটেলে সঠিক সময়ে বাস পৌঁছয়নি। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। তাদের দাবি চিড্ডিদের বিরুদ্ধে গালিগালাজের সত্যতা ঢাকতেই খালিদের এই অভিযোগ।