Last Updated: Sunday, October 28, 2012, 16:22
হরিয়ানাতে নারী সুরক্ষা আর মানবধিকার আরও একবার চ্যালেঞ্জের মুখে পড়ল। আরও এক তরুণীকে পরিবারের সম্মানের দোহাই দিয়ে খুন করা হল। ইন্দু, দ্বিতীয় বর্ষের
বিবিএ-র ছাত্রী ভালবেসে বিয়ে করেছিল সহপাঠী ভিন জাতের অজয় রোহিলকে। সেই `অপরাধে` ইন্দুকে বিষ খাইয়ে হত্যা করল তারই বাব-মা।