Khwaja Siddique Akba - Latest News on Khwaja Siddique Akba| Breaking News in Bengali on 24ghanta.com
হাফিজের বিচার, প্রতিশ্রুতি দিল না পাকিস্তান

হাফিজের বিচার, প্রতিশ্রুতি দিল না পাকিস্তান

Last Updated: Friday, May 25, 2012, 16:07

ইসলামাবাদে ভারত-পাক স্বরাষ্ট্রসচিব পর্যায়ের দু`দিনের বৈঠক শেষ হল। মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদকে বিচারের কাঠগড়ায় তোলা নিয়ে এবারও পাকিস্তানের কাছে কোনও সুনির্দিষ্ট আশ্বাস মিলল না। আজ পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিকের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং।