Kings XI panjab - Latest News on Kings XI panjab| Breaking News in Bengali on 24ghanta.com
বিসলার বাজিগরে নাইট এখনও দিনের আলোয়

বিসলার বাজিগরে নাইট এখনও দিনের আলোয়

Last Updated: Friday, April 26, 2013, 23:59

ঘরের মাঠে দুরন্ত জয় নাইটদের। আজকের ম্যাচ থেকেই জয়ে ফিরল কলকাতা। কিংস ইলেভেন পঞ্জাবের কাছে ছয় উইকেটে জয় কলকাতা নাইট রাইডার্সের। প্রথম ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পঞ্জাব করে ১৪৯ রান। এই রান ধাওয়া করে ৪ উইকেটে নাইটরা জেতার লক্ষ্যে পৌঁছিয়ে যায়।