Last Updated: Tuesday, November 5, 2013, 21:08
এবছরের দিওয়ালিটা দিব্বি কাটল রোশন পরিবারের। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ১০০ কোটির ব্যবসা করল কৃষ থ্রি। ১০০ থেকে ১৫০ কোটির বাজেটে তৈরি কৃষ থ্রি মাত্র চারদিনেই পেরিয়ে গেল সেঞ্চুরির চৌকাঠ। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করেছেন, সোমবার ১০০ কোটি ছুঁল কৃষ থ্রি। শুক্রবার থেকে সোমবার, ৪ দিনে বক্সঅফিস থেকে কৃষ থ্রি-র আয় ১০৮.৬১ কোটি।