Last Updated: Wednesday, May 28, 2014, 21:01
ব্যাঙ্ককে সেনা অভ্যুত্থান। আমদানী বন্ধ। কলকাতার বাজারে মিলছে না ফ্যাশন দুরস্ত ড্রেস, জুতো, ব্যাগ কিংবা ইলেট্রনিক্স গ্যাজেটস। প্রবল চাহিদা থাকলেও জোগান নেই। ঘোর চিন্তায় ব্যবসায়ীরা। চিন্তার ভাঁজ বাজেট সচেতন, ফ্যাশন দুরস্ত বাঙালির কপালেও ।