Last Updated: Tuesday, February 28, 2012, 23:38
সাধারণ ধর্মঘটের ভালো প্রভাব পড়ল কলকাতায় ও আশপাশের এলাকায়। সরকারি বাস বা ট্রেন চললেও তাতে যাত্রী সংখ্যা ছিল খুবই কম। পরে যাত্রীর অভাবে অনেক যানবাহনই রাস্তা থেকে তুলে নেওয়া হয়। রাস্তাঘাট ছিল শুনশান। স্কুলে-অফিসে উপস্থিতি ছিল বেশ কম।