Last Updated: Wednesday, June 11, 2014, 11:09
মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ কলকাতা পুলিস। গত শুক্রবার রাতে তারাতলার হাইরোডে একটি টাটার মিনি ট্রাক ধাক্কা মারে সার্জেন্ট জুয়েল সাহাকে। গুরুতর আহত হন। মোমিনপুরে এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে প্রাণ হারান তিনি।