Last Updated: Saturday, February 22, 2014, 09:49
মোবাইল ফোন নিয়ে রীতিমতো নাটক পুলিস ও ছিনতাইকারদের মধ্যে। গতকাল রাতে বাইপাস কালিকাপুরে চলন্ত বাসে এক যাত্রীর থেকে মোবাইল ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। ছিনতাইকারী দলের একজনকে ধরে ফেলেন কর্তব্যরত এক পুলিস কনস্টেবল। সঙ্গীকে ছেড়ে দেওয়া হলে তবেই মোবালইল মিলবে, শর্ত দেয় ছিনতাইকারী দলটি। মোবাইল উদ্ধারে সঙ্গীকে ছেড়ে দেওয়ারই টোপ দেয় পুলিস। টোপের ফাঁদে পা দিয়ে মোবাইল পৌছে দেয় ছিনতাইকারিরা। আটক ছিনতাইকারিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস।