Last Updated: Tuesday, September 11, 2012, 23:40
আরও একবার রিজওয়ানুর কাণ্ডের পুনরাবৃত্তি কলকাতায়। প্রণয়ঘটিত কারণে কলকাতায় কর্মরত যুবক খুনের অভিযোগে উত্তেজনা ছড়ালো রামপুরহাটে। কলসেন্টারের কর্মী নিহত আরশাদের সঙ্গে হাওড়ার সলপের এক যুবতীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল বলে দাবি তাঁর পরিবারের।