Last Updated: Wednesday, October 19, 2011, 13:29
তিস্তাজলবন্টন চুক্তি হবে। ছিটমহল সমস্যারও সমাধান হবে। ভারতের সঙ্গে চুক্তির পর প্রথমবার ছিটমহল সফরে এসে একথা বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে দুই বাংলাদেশী ছিটমহল দহগ্রাম এবং আঙারপোঁতায় যান তিনি।