Krinanagar - Latest News on Krinanagar| Breaking News in Bengali on 24ghanta.com
এবার চার শক্তির লড়াই কৃষ্ণনগরে

এবার চার শক্তির লড়াই কৃষ্ণনগরে

Last Updated: Saturday, March 15, 2014, 12:32

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে লড়াই এবার চর্তুমুখী। একদিকে তৃণমূলের অভিনেতা প্রার্থী তাপস পাল। অন্যদিকে বিজেপির পোড় খাওয়া রাজনীতিক সত্যব্রত মুখার্জি ওরফে জুলু বাবু। ভোট যুদ্ধের ময়দানে রয়েছে কংগ্রেস ও সিপিআইএমও। নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পরেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরা। ১৭ তারিখ থেকে এলাকায় প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী তাপস পাল।